প্রচ্ছদ অর্থনীতি জানা গেলো জানুয়ারিতে ঋণের সর্বোচ্চ সুদহার কত হবে

জানা গেলো জানুয়ারিতে ঋণের সর্বোচ্চ সুদহার কত হবে

অর্থনীতি: ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়মিত সুদের হার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের প্রথম মাস জানুয়ারিতে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৮৯ শতাংশ। আর ভোক্তা ঋণে সুদ পড়বে প্রায় ১৩ শতাংশ। এখন ’এসএমএআরটি’ বা ‘স্মার্ট এসএমএআরটি’ কিংবা ‘স্মার্ট রেট’ পদ্ধতিতে সুদের হার নির্ধারিত হয়। এটি সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

২০২৩ সালের জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ১৪ শতাংশে এবং সেপ্টেম্বরে ৭ দশমিক ২০ শতাংশে। অক্টোবরে সেটা পৌঁছে ৭ দশমিক ৪৩ শতাংশে এবং নভেম্বরে ৭ দশমিক ৭২ শতাংশে। আর সবশেষ ডিসেম্বরে যা বৃদ্ধি পেয়ে স্থির হয় ৮ দশমিক ১৪ শতাংশে।

নতুন নিয়ম অনুযায়ী, ডিসেম্বরের ‘স্মার্ট রেটের’ সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ঋণ দিতে পারবে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক। সেক্ষেত্রে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ঋণের সুদহার হবে ১১ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে, ডিসেম্বরের ৫ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ঋণ দিতে পারবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এক্ষেত্রে আগামী জানুয়ারিতে ভোক্তা ঋণের সুদহার হবে প্রায় ১৩ শতাংশ। উল্লেখ্য, একবার সুদের হার কার্যকর হলে পরবর্তী ৬ মাসে তা আর পরিবর্তন করা যায় না।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।