
খুলনা মহানগরীর আড়ংঘাটায় ইউশাহ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে আড়ংঘাটার গাইকুড় এলাকার নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইউশাহ গাইকুড় এলাকার খায়রুজ্জামান ববির ছেলে। তিনি আড়ংঘাটা থানা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ছিলেন। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের প্রতিবেশীরা জানান, সোমবার ইউশাহ’র পরিবারের সদস্যরা দাওয়াতে বাড়ির বাইরে যান। ইউশাহ আগেই বাড়িতে চলে আসে। বিকেলে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ফিরে দরজা বন্ধ থাকায় ইউশাহকে খুঁজতে থাকে। পরে জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওই সময় দরজা ভেঙ্গে ইউশাহকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ওসি হাসান আল মামুন জানান, সোমবার বিকেলে ছেলেটির বাবাসহ তার স্বজনরা গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
ওসি আরও জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরে নেয়া হচ্ছে। সোমবার রাতেই আড়ংঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিস্তারিত জানতে মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে।