প্রচ্ছদ সারাদেশ পক্ষে না থাকায় রাস্তায় ইটের দেয়াল ‘তুললেন’ আওয়ামী লীগ নেতা

পক্ষে না থাকায় রাস্তায় ইটের দেয়াল ‘তুললেন’ আওয়ামী লীগ নেতা

দেশজুড়ে: পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে না চাওয়ায় রাস্তার মাঝে আড়াআড়িভাবে ইটের দেয়াল তোলার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের দেওয়ানকান্দিতে।

লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের পক্ষে কাজ না করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম দেওয়ান রোববার (২১ এপ্রিল) এই দেয়াল তোলেন বলে অভিযোগ গ্রামবাসীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, লৌহজংয়ের খড়িয়া মৌজার ১০৮ শতাংশ খাসজমির পাশেই দেওয়ানকান্দি গ্রামের ওই জমির পাশেই গোয়ালিমান্দ্রা খাল। এই রাস্তায় চলাচলের মাধ্যমে স্থানীয় ৪০-৫০টি পরিবার গৃহস্থালিসহ নানা কাজে ওই খাল ও খালের পানি ব্যবহার করেন। প্রায় ১৫ বছর আগে খালে যাওয়া ও খাল থেকে মূল সড়কে যাতায়াতের জন্য খাসজমিতে প্রায় ২০০ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রশস্ত একটি মাটির রাস্তা তৈরি করা হয়। স্থানীয় বাসিন্দারা চাঁদা দিয়ে প্রায় ৯৪ হাজার টাকায় রাস্তাটি নির্মাণ করা হয়। খালপাড়ে বসবাস করা বেদে সম্প্রদায়ের লোকজনও রাস্তাটি ব্যবহার করছিলেন।

নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের পক্ষে কাজ না করায় গত তিনদিন ধরে রাস্তার মাঝে সেলিম দেওয়ান প্রভাব খাটিয়ে আড়াআড়িভাবে ইটের দেয়াল নির্মাণ শুরু করেন।

তবে নির্বাচনের কারণে দেয়াল তোলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সেলিম দেওয়ান। তিনি বলেন, জমিটি ক্রয় সূত্রে মালিক আমি। আমার জায়গায় আমি দেয়াল দিচ্ছি। কোনো রাস্তায় দেয়াল দিইনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার বলেন, আমার নির্বাচনের কাজ না করায় দেয়াল নির্মাণের বিষয়টি আমার জানা নেই।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে সেটি সরকারি জায়গায় হোক অথবা কারও ব্যক্তিগত জায়গায় হোক, কেউ তা বন্ধ করতে পারবে না। রাস্তা বন্ধের বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।