প্রচ্ছদ রাজনীতি নিরপেক্ষ ভোট হবে না, নির্বাচন থেকে সরে গেলাম

নিরপেক্ষ ভোট হবে না, নির্বাচন থেকে সরে গেলাম

রাজনীতি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে গেলেন জাতীয় পার্টীর মনোনীত প্রার্থী মোঃ মাহবুব আলম। নির্বাচনী সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি ঘোষনা দিলেন লাঙ্গল মার্কার প্রার্থী মাহবুব আলম।

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে দিনাজপুর বিরল উপজেলা শাখা জাতীয় পার্টীর দলীয় কার্যালয়ে লাঙ্গল মার্কার প্রার্থী মাহবুব আলম ঘোষনা দেন।

তি‌নি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ভোট নির‌পেক্ষ নি‌য়ে তার সংসয় র‌য়ে‌ছে। তাই তি‌নি নির্বাচনী সকল প্রচার প্রচারনা থে‌কে স‌রে আসার সিদ্ধান্ত নি‌চ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টীর সভাপতি এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সাধারন সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহ-সভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয় ও পৌর শাখা জাতীয় পার্টীর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপু‌র-২ (বিরল-বোচাগঞ্জ) আস‌নে আওয়ামী লীগ, জাতীয়পা‌র্টি ও সতন্ত্র মি‌লে মোট ৩জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দিতা কর‌ছেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।