প্রচ্ছদ আর্ন্তজাতিক রাস্তায় উল্টে গেল গাড়ি, বেরিয়ে এল ১০ কোটি টাকা!

রাস্তায় উল্টে গেল গাড়ি, বেরিয়ে এল ১০ কোটি টাকা!

ভারতে লোকসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজ্যে চলছে টাকার ছড়াছড়ি। সম্প্রতি ঝাড়খণ্ড থেকে প্রায় ৩৫ কোটি রুপি জব্দ করে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার রাস্তাতেই মিলল ৭ কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশে এই ঘটনা ঘটে। পূর্ব গোদাবাড়ি পুলিশ বলছে, নাল্লাজারলা মন্ডল এলাকার অনন্তপল্লি এলাকায় একটি লরি একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়িটি উল্টে যায়। এর ভেতর থেকে বেরিয়ে আসে ৭টি কার্ডবাক্স।

স্থানীয়রা অবাক হয়ে দেখেন, সেসব বাক্স ভর্তি করে রাখা আছে রুপি। পরে পুলিশ এসে এসব রুপি জব্দ করে। গাড়িটি তখন ভিসাখাপত্মম থেকে বিজয়ওয়াদায় যাচ্ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, এখনো এই রুপির উৎস জানতে পারেনি পুলিশ। এমনকি এই অর্থ রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছিল কিনা তাও জানা যায়নি। এরই মধ্যে তারা তদন্তে নেমে পড়েছে।

এর আগে গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রেদেশের এনটিআর জেলায় একটি পুলিশ চেকপোস্টে একটি ট্রাক থেকে জব্দ করা হয় ৮ কোটি রুপি। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। এর এক দিন যেতে না যেতেই শুক্রবার আরেক গাড়িতে পাওয়া গেল ৭ কোটি রুপি।

অন্ধ্রপ্রদেশের এই এলাকায় আগামী ১৩ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।