প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ক”কটেল বি”স্ফোরণে আহত বৃষ্টি, অতঃপর…

ক”কটেল বি”স্ফোরণে আহত বৃষ্টি, অতঃপর…

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১৪) নামে এক শিশু আহত হয়েছে। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে বৃষ্টি। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে আকুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে আকুমুদ্দিন ওরফে আকু কিছু ককটেল রোদে শুকানোর জন্য বাড়ির উঠানে ফেলে রাখে। এ সময় শিশু বৃষ্টি অসাবধানতা বশত ককটেলগুলো নাড়াচাড়া করায় বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।

তবে আকুর স্বজনরা জানান, রান্না ঘরের পাশে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সকালে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বৃষ্টি আহত হয়। তবে আহত শিশু ও তার পরিবার কোথায় জানাতে পারেনি তারা।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে শোনা গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক রয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।