হেড লাইন: উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়েছে একটি বিমান। এরপর জরুরি অবতরণ করায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের ১৩৫ যাত্রী। সোমবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ভারতের স্পাইস জেটের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাখির সঙ্গে ধাক্কা খায়। পরে পরিস্থিতি সামাল দিতে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমানটি ১০টা ২৯ মিনিটে যাত্রা শুরু করে। এরপর এটি ১১টার দিকে জরুরি অবতরণ করে। এ সময় বিমানটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন। এ ছাড়া বেশ কয়েকজন ক্রু ছিলেন। বিমান সংস্থাটির এক মুখপাত্র বলেন, জরুরি অবতরণ করা বিমানটি স্পাইসজেটের বি-৭৩৭ সিরিজের। এটি দিল্লি থেকে উড্ডয়নের পর ২ নম্বর ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। ফলে বিমানটি পুনরায় দিল্লিতে জরুরি অবতরণ করে। বিমানের সকল যাত্রী নিরাপদ রয়েছেন।
এর আগে গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে দুটি বিমান জরুরি অবতরণ করেছিল। এর মধ্যে গত ১৯ মে ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বেঙ্গালুরু থেকে কোচি যাচ্ছিল। এ সময় এটির ডানদিকের ইঞ্জিনে আগুন লাগায় বিমানটি জরুরি অবতরণ করে। এ সময় বিমানে ১৭৯ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। এর দুদিন আগে ১৭ মে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে জরুরি অবতরণ করে। বিমানটিতে তখন ১৭৫ জন যাত্রী ছিলেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |