প্রচ্ছদ ধর্ম হৃদরোগে আক্রান্ত বাংলাদেশি হজযাত্রীর প্রাণ বাঁচল মক্কায়

হৃদরোগে আক্রান্ত বাংলাদেশি হজযাত্রীর প্রাণ বাঁচল মক্কায়

গুরুতর হৃদরোগে আক্রান্ত এক প্রবীণ বাংলাদেশি হজযাত্রীর প্রাণ বাঁচিয়েছে মক্কার কিং আবদুল্লাহ মেডিকেল সিটির একটি টিম। বর্তমানে ওই হজযাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মক্কা স্বাস্থ্যসেবার বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, বাংলাদেশি ওই হজযাত্রীর হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়। এরপর তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে কিং আবদুল্লাহ মেডিকেল সিটিতে নেয়া হয়।

সেখানকার মেডিকেল টিম হৃৎপিণ্ড বা রক্তনালী সম্পর্কে তথ্য পাওয়ার জন্য কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন সঞ্চালন করেন এবং ৪৫ মিনিটের মধ্যে একটি স্টেন্ট ইনস্টল করেন।

বর্তমানে ওই হজযাত্রীর অবস্থা স্থিতিশীল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিং আবদুল্লাহ মেডিকেল সিটির টিম বিভিন্ন বিশেষায়িত অপারেশন করে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।