রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিনি বলেছিলেন, ‘আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ধরে।’
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।
ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কমপক্ষে তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। কামরার ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |