প্রচ্ছদ ক্রিকেট ভারতের বেলায় ৩টি ড্রায়ার, USA ম্যাচে ১টি, পাকিস্তানকে ছিটকে দিতে ICC-র কারসাজি?...

ভারতের বেলায় ৩টি ড্রায়ার, USA ম্যাচে ১টি, পাকিস্তানকে ছিটকে দিতে ICC-র কারসাজি? নাকে কান্না শুরু পাক সমর্থকদের

ক্রিকেট: ফ্লোরিডায় আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচে মাঠ শুকনো করে তোলার যথাযথ চেষ্টা করা হয়েছে কি? প্রশ্ন তুলছেন পাকিস্তানের সমর্থকরা। আসলে লডারহিলে ভারত বনাম কানাডা ম্যাচের আগেও ভিজে আউটফিল্ড শুকিয়ে তোলার চ্যালেঞ্জ ছিল গ্রাউন্ডসম্যানদের সামনে। তবে এই ম্যাচে মাঠকর্মীদের বাড়তি প্রচেষ্টা চোখে পড়েছে বলে দাবি পাকিস্তানের ক্রিকেটপ্রমীদের। এক্ষেত্রে প্রকারান্তরে পাকিস্তানকে ছিটকে দিতে চক্রান্ত করা হয়েছে বলেই দাবি তুলছেন তাঁরা।

শুক্রবার ফ্লোরিডিয়া এ-গ্রুপের ম্যাচে মাঠে নামার কথা ছিল আমেরিকা ও আয়ারল্যান্ডের। এই ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করছিল পাকিস্তানের ভাগ্য। ম্যাচে আমেরিকা হারলে তবেই লড়াইয়ে টিকে থাকত পাকিস্তান। তবে ম্যাচ ভেস্তে যাওয়ায় আমেরিকা এক পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠে যায়। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। শনিবার একই মাঠে ভারত-কানাডা ম্যাচ যথা সময়ে শুরু করা যায়নি ভিজে আউটফিল্ডের জন্য। শেষমেশ ম্যাচ ভেস্তেও যায়। তবে এই ম্যাচে মাঠ শুকনো করার জন্য নাকি বাড়তি তাগিদ দেখা যায় মাঠকর্মীদের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় এমনটাই বোঝাতে চাইছেন পাক সমর্থকরা।

শুক্রবার আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচের দিনে মাঠ শুকনো করার জন্য একটি ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। শনিবার ভারত-কানাডা ম্যাচের আগে ৩টি ড্রায়ার মেশিন দেখা যায় মাঠে। এই বৈষম্য দেখেই চটেছেন পাক সমর্থকরা। যদিও পাক সমর্থকদের এমন দাবিকে কটাক্ষ করতে ছাড়েননি ভারতীয় সমর্থকরা। টুইটারে এক ভারতীয় অনুরাগী বিদ্রুপ করে লেখেন যে, ‘সকলে মিলে জোর করে বাবর আজমদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছেন, কী বলেন?’ কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করেন যে, আইসিসিও চায় না পাকিস্তান সুপার এইটে উঠুক। কেউ আবার বিষয়টিকে জয় শাহ এফেক্ট বলে বর্ণনা করেন।

এক্ষেত্রে অবশ্য ভারতীয় সমর্থকদের পালটা দিতে দেখা যায় বেশি। তাঁদের দাবি, আমেরিকার ম্যাচ নিয়ে পাকিস্তানের সমর্থকরা কান্নাকাটি করছেন কেন? পাক সমর্থকদের অভিযোগ করার বদলে এটা মেনে নেওয়ার পরামর্শও দেওয়া হয় যে, আমেরিকার মতো ছোট দলের কাছে না হারলে পাকিস্তানকে ছিটকে যেতে হতো না। উল্লেখ্য, ভারত এ-গ্রুপের চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় তুলে নেয়। তারা হারিয়ে দেয় আয়ারল্যান্ড, পাকিস্তান ও আমেরিকাকে। কানাডার বিরুদ্ধে ভারতের ম্যাচ ভিজে আউটফিল্ডের জন্য ভেস্তে যায়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটে প্রবেশ করে টিম ইন্ডিয়া

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।