প্রচ্ছদ খেলাধুলা একই অপরাধে কোপায় ৪ আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ

একই অপরাধে কোপায় ৪ আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ

কোপা আমেরিকার ৪৮তম আসরের ডাগআউটে আর্জেন্টাইন কোচদের জয়জয়কার। আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকার কোচ হিসেবে আর্জেন্টাইনরা দায়িত্ব পালন করছেন।

তবে অবাক বিষয় হলেও সত্যি, তাদের মধ্যে ৪ জন কোচ গ্রুপ পর্বে কোনো না কোনো পর্যায়ে অন্তত এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। এ-ও জানলে অবাক হবেন একই কারণে তারা নিষিদ্ধ হয়েছেন। তাদের প্রত্যেকের দলই দেরিতে মাঠে নেমেছে। এই অপরাধেই তাদেরকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। এজন্য এই চার দেশের ফেডারেশনকে জরিমানার সম্মুখীনও হতে হয়।

মূলত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনিই দেরি করে মাঠে নামার প্রচলনটা শুরু করেছিলেন। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে প্রায় ১৫ মিনিট দেরিতে মাঠে নামে আকাশি-নীল শিবির। এরপর ম্যাচ শেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন কানাডিয়ান কোচ জেসে মার্শ।

সবকিছু পর্যালোচনা করে পেরুর বিপক্ষে স্ক্যালোনিকে নিষিদ্ধ করে কনমেবল কর্তৃপক্ষ। একই অপরাধে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন ভেনিজুয়েলার ফার্নান্দো বাতিস্তা, চিলির রিকার্ডো গারেচা এবং উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

সবশেষ নিষেধাজ্ঞার মুখে পড়া বিয়েলসার শিষ্যরা গ্রুপপর্বে পানামা ও বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেরি করে মাঠে নেমেছিলেন। যে কারণে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কনমেবল কর্তৃপক্ষ। ফলে মঙ্গলবার (২ জুলাই) গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারছেন না বর্ষীয়ান এই কোচ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।