
হেড লাইন: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি পুকুর থেকে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণ মো. দাউদ হোসেন উপল (২৩) ঢাকার মোহাম্মদপুরের মীর মোশারফ হোসেনের ছেলে। তার কাছে থাকা নথিপত্র দেখে তাকে শনাক্ত করে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বরুন সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি পুকুরের পাড়ে উপলকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। হঠাৎ তিনি পুকুরে ঝাঁপ দেন। এরপর স্থানীয়রা প্রগতি ময়দান থানায় খবর দেন।
পুলিশ জানায়, খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। তার কাছে থাকা নথিপত্র দেখে জানা যায়, তিনি বাংলাদেশের নাগরিক। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় কলকাতা পুলিশ । কলকাতা পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে উপল নিউ মার্কেট থানা এলাকার হোটেল আফ্রিদি ইন্টারন্যাশনালে উঠেছিলেন।
উপল কেন কলকাতায় এসেছিলেন, নিউ মার্কেট থানা এলাকা থেকে তিনি কীভাবে প্রগতি ময়দান থানা এলাকায় পৌঁছলেন, কেনই বা তিনি পুকুরে ঝাঁপ দিলেন- তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ। এদিকে, কলকাতায় এসে বাংলাদেশিদের নিখোঁজ হওয়া এবং মৃত্যুর ঘটনা চিন্তা বাড়িয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের। গত ১৩ মে কলকাতা গিয়ে খুন হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। তারপরে কলকাতায় গিয়ে নিখোঁজ হয়েছিলেন আরও দুই যুবক। এদের মধ্যে একজনকে পাওয়া গেলেও আরেকজনের খোঁজ এখনও মেলেনি।
সূএ: Ekattor