প্রচ্ছদ রাজনীতি সমান ভোটের ব্যবধানে জামাই-শ্বশুরের নাটকীয় জয়

সমান ভোটের ব্যবধানে জামাই-শ্বশুরের নাটকীয় জয়

রাজনৈতিক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। তার চাচা শ্বশুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান।

কাকতালীয়ভাবে তারা দুজনই ৪৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। একরামুজ্জামান সম্পর্কে মাহমুদ হাসানের চাচা শ্বশুর।বিশ্লেষণে দেখা যায়, গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা

প্রতীকে ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট। অর্থাৎ তিনি বিজয়ী হয়েছেন ৪৩ হাজার ৮৭১ ভোটের ব্যবধানে।

আর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী বি এম ফরহাদ হোসেনকে হারিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান।

কলার ছড়ি প্রতীকে একরামুজ্জামান ৮৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৬৩৩ ভোট। অর্থাৎ তিনি বিজয়ী হয়েছেন ৪৩ হাজার ১২৫ ভোটের ব্যবধানে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।