প্রচ্ছদ হেড লাইন ভারতের সিমান্ত গিয়ে আশ্রয় চাচ্ছে ওরা কারা! কোন ষড়যন্ত্রের কারণে সেখানে

ভারতের সিমান্ত গিয়ে আশ্রয় চাচ্ছে ওরা কারা! কোন ষড়যন্ত্রের কারণে সেখানে

হেড লাইন: একই দেশের দুই চিত্র দেখা গেল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এ খবর প্রকাশ্যে আসার পরই দেশ ছাড়ার হিড়িক পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী-সমর্থক দেশ ছেড়েছেন। বিবিসি বাংলা এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে, যারা সরকার পতনের পর দেশ ছেড়েছেন বা ছাড়ার চেষ্টা করেছেন। এ অবস্থায় জীবন রক্ষায় নিজ দেশ ছেড়ে ভারতে পাড়ি জমাচ্ছেন অনেকে।

লালমনিরহাটের হাতীবান্ধায় বসত ভিটেসহ সব ফেলে রেখে ভারতীয় সীমান্তে অবস্থান করছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে উপজেলার গোতামারী সীমান্তে জড়ো হতে থাকে তারা। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভারত ও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) বিকালে গিয়ে দেখা যায়, উপজেলার গোতামারী সীমান্তে ভারতীয় কাঁটাতার এলাকায় ভীর জমিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারা কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। এরপরও ভারতে যেতে কাঁটাতারের পাশে অবস্থান করেন তারা।

অন্যদিকে, মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ভারতের উদ্দেশে রওনা হন দিনাজপুরের যুবক রুবেল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন দেশে থাকা দুর্বিষহ হয়ে গেছে। দলটির নেতাকর্মী ও সমর্থকদের যেখানে পাওয়া হচ্ছে, সেখানেই মারধর করা হচ্ছে তাদের। এ অবস্থায় আমার জীবন বাঁচানোর জন্য পরিবার রেখে ভারতে এসেছি। স্ত্রী ও তিন সন্তান দেশে রেখেই ভারতে গিয়েছেন রুবেল ইসলাম। পরিবার সম্পর্কে তিনি আরও বলেন, অনুমতি পেলে স্ত্রী ও সন্তানদেরও নিয়ে আসতাম। এখন খুবই চিন্তায় আছি। এদিকে সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ভারতের ফুলবাড়ির সীমান্তে ভিড় অনেকটাই থমকে গেছে। দুদিন আগেও দুই দেশের মানুষের যাতায়াতের যে সংখ্যা ছিল, সেই সংখ্যা এখন খুবই কম। অনেকেই ভারতে পড়ালেখা ও চিকিৎসার জন্য গিয়েছেন। এমনই একজন পঞ্চগড় জেলার ইশাক জামান। তিনি মঙ্গলবার (৬ আগস্ট) ভারত থেকে দেশে ফিরেছেন। তিনি পড়ালেখার জন্য ভারতের সিকিমে পাড়ি জমিয়েছিলেন।