
দেশজুড়ে: অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন তিনি। এরপর তাকে দেওয়া হয় পাঁচদিনের রিমান্ড। সে সময়ে অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্প্রতি সামনে এসেছে।
টানা ২১ দিন অমানবিক নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী। এ সময়ে তাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলেও জানান নওশাবা। এদিকে শোনা যাচ্ছে তাকে নাকি আয়নাঘরে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, ‘‘আয়নাঘর’ কিনা সেটা বলতে পারব না। তবে কালো কাপড় দিয়ে আমার চোখটা বাঁধা ছিল। এইভাবে ২১ দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল।’’
এরপর নওশাবা জামিনে আসলেও তার জীবন আগের মতো ছিল না।তারপর তাকে থাকতে হয় ৬ মাস রিহ্যাবে। নিজের মেয়েকেই চিনতে পারতেন না তিনি! সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ৬ বছরে ২০ বারের ওপরে বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে! নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। সেই সময়ের দুর্বিষহ পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছেন নওশাবা। ফিরেছেন কাজে। তবে সেই স্মৃতি মনে পরলে এখনো আত্মকে উঠেন এই অভিনেত্রী।
সূত্র: Kalbela