মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী হিসেবে পরিচিত এলিনা শাম্মী। শুধু তাই না নাটক লেখায়ও রয়েছে সমান বিচরণ। এই শিল্পী জানালেন, তিন মাস ধরে বসে রয়েছেন অনেক শিল্পী, তাদের কাজ নেই। সামাজিক মাধ্যমে শিল্পীদের নানা প্রতিকূলতা তুলে ধরেছেন এই অভিনেত্রী।
কর্মহীন শিল্পীদের অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, শিল্পীদের তিন মাসের মতো সময় ধরে কাজ প্রায় বন্ধ। তাদের কীভাবে দিন যায়, সেটা তারাই জানে। সাধারণ মানুষের ধারণা শিল্পী-সেলিব্রেটিরা আলাদিনের প্রদীপ নিয়ে ঘোরে, যখনই তাদের কিছু প্রয়োজন হয়, তখনই হাজির হয়। খুব ভুল ধারণা সবার। তাদের জীবনেও ২৪ ঘণ্টায় একবার সূর্য ওঠে, একবার ডুবে যায়, তাদের ক্ষুধা আছে, আছে প্রাত্যহিক চাহিদা, আছে পরিবার এবং নানা প্রয়োজন। কিন্তু তারা বহু দিন ধরেই কাজহীন।
শিল্পীরা সব সময় দেশের পাশে থাকেন উল্লেখ করে শাম্মী বলেন, যখন অনেকে নিজেদের দাবি আদায়ের জন্য রাজপথ উত্তাল করছে, সেই সময় শিল্পীরা যে যার সামর্থ্য অনুযায়ী দেশের পাশে থাকছেন, গণমানুষের স্পন্দন তাদের খুব করে ছুঁয়ে যায়। তারা আর ঘরে বসে থাকতে পারেন না, ছুটে যান সেই বন্যাদুর্গতদের কাছে, কখনো অন্যের দাবি আদায়ের জন্য সাধারণ মানুষের পাশে। নিজেদের নানা সমস্যার দিকে যেন তাদের ভ্রুক্ষেপ নেই।
শিল্পীরা অনেক ত্যাগ করেন, তারপরও তাদের সমালোচনা হয়। তারা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যান। এই অভিনেত্রী বলেন, এত কিছুর পরও অপরাধে-বিনা অপরাধে নানা সময় চরম জনরোষের শিকার হন এই শিল্পীরা। তারা যে উদারতা দেখান, তার প্রতিদানস্বরূপ প্রশংসা চাননি কিন্তু তাদের ক্রাইসিসের সময় তিরস্কার, কটুকথা, অকথ্য গালাগাল এসবও ডিজার্ভ করে না। তাই অনুরোধ, সবার পাশে যখন শিল্পীরা থাকার চেষ্টা করেন, সবাই শিল্পীদের পাশে না থাকুক, দোয়ায় তো রাখা যায়। তাদের আপনাদের দোয়ায় রাখুন, তারা আপনাদেরই জন্য, আপনাদেরই লোক।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |