ক্রিকেট: সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে কটূক্তি করেছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলী। বেশ দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন, বৃষ্টি ছাড়া বাংলাদেশকে হোয়াইটওয়াশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। উল্টো শান্ত-মিরাজদের কাছে বাংলাওয়াশ হলো শান মাসুদ-বাবররা। একটা সময় বৃষ্টির প্রার্থনাও করেছেন পাকিস্তানের অনেকে। দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। ২-০ ব্যবধানে সিরিজ হারের পর নিজের বক্তব্য পাল্টে ফেলেছেন সেই বাসিত আলী।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘মন চাচ্ছে শুধু ইশারায় কথা বলি। ৩ সেপ্টেম্বরকে পাকিস্তান ক্রিকেটের কালো দিন বললে ভুল হবে না…চেয়ারম্যান (মহসিন নাকভি) পিসিবির দায়িত্ব গ্রহণের পর এটা দ্বিতীয় হার। বিশ্বকাপে আমরা (সুপার এইটে) উঠতে পারিনি। আর এবার হোয়াইটওয়াশ হতে হলো। আয়ারল্যান্ডের কাছে এক ম্যাচ হেরেছি, ইংল্যান্ডের কাছে হেরেছি, নিউজিল্যান্ড এসেছে, তাদের কাছেও হেরেছি। কোনো সিরিজই জেতা যাচ্ছে না। কী হলো? কোনো জাদুটাদু নাকি!’
শান মাসুদের দলের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘একদম তৃতীয় শ্রেণির পারফরম্যান্স। পাকিস্তান (দ্বিতীয়) টেস্ট ম্যাচটি হেরেছে অধিনায়কত্বের কারণে। ২৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর লিটন ও মেহেদী যেভাবে খেলেছে, তাতে (পাকিস্তানের) অধিনায়কত্বের বড় ভূমিকা আছে। কোনো কাটাছেঁড়ার দরকার নেই। কারণ, পাকিস্তান দল নিজেরাই নিজেদের কাটাছেঁড়ার কাজ করে ফেলেছে। (পিসিবি চেয়ারম্যান) মহসিন নাকভির এটা নিয়ে ভাবা উচিত।’
এ সময় টাইগারদের প্রশংসাও করেন বাসিত আলী, ‘বাংলাদেশ প্রতিটি জায়গায়, আচরণ থেকে শুরু করে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, মানসিকতা, কোথায় বল করতে হবে, কী করতে হবে, সব বিষয়েই টক্কর দিয়েছে। পাকিস্তানের এখন চোখ না খুললে আর কবে খুলবে? স্কুল দলের অধিনায়কত্ব করছে নাকি! কেউ প্রশ্ন করার নেই…বাংলাদেশ সামনে আয়না রেখে আমাদের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছে। তাদের বোলাররা পাকিস্তানের ৩৬টি উইকেট নিয়েছে। আমাদের বোলাররা নিয়েছে ২৪টি উইকেট।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |