নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরার লক্ষণ নেই। আলু, পেঁয়াজের বাইরে নতুন করে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। যদিও সামান্য কমেছে সবজির দাম। নিত্যপণ্যের বাজারে কবে স্বস্তির খবর ছিল তা একপ্রকার ভুলেই গেছে সাধারণ মানুষ।
পণ্যের দাম কমাতে সরকার নানা পণ্যে শুল্ক ও মুসক ছাড় দিলেও মিলছে না সুফল। উল্টো ১০ দিনের ব্যবধানে পাঁচ টাকা বেড়েছে পাম ও খোলা সয়াবিন তেলের দাম। চিনির দামেও শুল্কছাড়ের বালাই নেই।
চালের বাজার নিয়ন্ত্রণে আমদানিতে ছাড় দিলেও মাঝারি মানের চালের দাম কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলেন, শুল্ক মুক্ত চাল আমদানি করে বাজারে ছেড়ে দিলে দাম কমে যাবে।
বড় বাজারে সরকারি দামে ডিম মিললেও ব্রয়লারের দাম ১৮০ থেকে ২০০ আর সোনালী পেরিয়েছে তিনশোর ঘর। আর ২২ দিন পর ইলিশ বাজারে এলেও তা ক্রেতার সাধ্যের বাইরে।
বাজারে কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রহিমা বেগম বলেন, এই দামে কেনার সামর্থ নেই। আমার মতো অনেকেই কিনতে পারে না, আমিও কিনতে পারি না।
সূত্র : জুম বাংলা
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |