বিনোদন: বিয়ের জন্য বসের কাছে ছুটি চেয়েছিলেন এক ভারতীয়। কিন্তু তুরস্কের ওই বস তাকে বিয়ের জন্য ছুটি দিতে অপারগতা জানায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভিডিও কলের মাধ্যমেই বিয়ের কাজ সম্পন্ন করেন ওই যুবক।
পরিবারের সদস্যরা জানিয়েছে, বিলামপুরের বাসিন্দা আদনান মুহাম্মাদ বিয়ের জন্য বসের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু তুরস্কের ওই বস তাকে ছুটি না দেয়াতে সে দেশে আসতে পারেনি। শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে ভিডিও কলের মাধ্যমে মান্দির কনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের কার্যক্রম সম্পন্ন করতে বরের পরিবারের লোকজন বিলাসপুর থেকে মান্দিতে যান। সেখানেই গত সোমবার ভার্চ্যুয়ালভাবে বিয়ে সম্পন্ন হয়।
কনের চাচা আকরাম মোহাম্মাদ বলেন, প্রযুক্তির বদৌলতেই বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গত বছরের জুলাইতে ভারতের সিমলাতে এ ধরনের একটি বিয়ের আয়োজন করা হয়। কিন্তু ওই সময়ে ব্যাপক ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে বিয়ের কার্যক্রম পণ্ড হয়ে যায়।
সূত্র : খবর এনডিটিভি
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |