প্রচ্ছদ বিনোদন নিজের বাড়িতে মারা গেলেন বিখ্যাত অভিনেতা

নিজের বাড়িতে মারা গেলেন বিখ্যাত অভিনেতা

হরর সিনেমা ‘ক্যান্ডিম্যান’ দিয়ে দর্শকের মন জয় করেছিলেন হলিউড অভিনেতা টোনি টড। ২৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা আর নেই। তার স্ত্রী ফাতিমা বিষয়টি জানিয়েছেন।

ভ্যারাইটি বলছে, বুধবার (৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টোনি টড। তবে কী কারণে টোনির মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। ৬৯ বছর বয়সী এই অভিনেতা কয়েক দশক ধরে তার অভিনয় দিয়ে দর্শককে মাতিয়ে রাখছিলেন।

হরর সিনেমা ‘ক্যান্ডিম্যান’ এর অন্যতম চরিত্রে অভিনয় করে নজর কাড়েন টনি। তিনি খুনির চরিত্রে অভিনয় করেছিলেন। ‘ক্যান্ডিম্যান’ সিনেমায়অভিনয়ের জন্য ‘নিউ ইয়র্ক সিটি হরর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন তিনি।

একাধিক বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। যার মধ্যে ‘ফাইনাল ডেস্টিনেশন’ এবং ‘স্পাইডার ম্যান টু’ অন্যতম। সর্বশেষ টোনি টডকে দেখা যাবে ‘ফাইনাল ডেস্টিনেশন-ব্লাডলাইনস’-এ যা মুক্তি পেতে পারে ২০২৫ সালে।