প্রচ্ছদ জাতীয় যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নুর

যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নুর

উত্তরবঙ্গ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে আন্দোলন চলছে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগ থেকে বেশির ভাগ উপদেষ্টা নিয়োগ দেওয়ায় তুমুল সমালোচনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৩ নভেম্বর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন তিনি। নুরুল হক নুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাহাঙ্গীরনগর, রাজশাহী, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ থেকেও একজন করে উপদেষ্টা নেওয়া হোক।

এর আগে, মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ২৪ জনের মধ্যে একটি বিভাগ থেকেই ১৩ জন। এসব বিষয় চোখে পড়ে!

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।