প্রচ্ছদ আজকের সেরা সংবাদ প্লেন ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় সাইকেল চালিয়ে মক্কার পথে আইয়ুব আলী

প্লেন ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় সাইকেল চালিয়ে মক্কার পথে আইয়ুব আলী

আলোচিত : আইয়ুব আলী আকন্দ (৬৫)। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাইসাইকেল যোগে রওনা করেছেন। প্লেন ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় সাইকেল চালিয়েই হজ করার দুর্গম এ পথ বেছে নিয়েছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে তার নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।

আইয়ুব আলী বলেন, কঠিন মনোবল, বুকভরা সাহস আর অসাধ্যকে সাধন করতে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

আইয়ুব আলী জানান, হজ পালন করা তার স্বপ্ন। টাকা পয়সা না থাকায় প্লেনে হজে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই স্বপ্ন পূরণে সাইকেল নিয়েই এ যাত্রার শুরু।

তিনি আরও জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছাতে সময় লাগবে মোট ছয় মাস। এতে প্রতিদিন অন্তত ৬০ থেকে ৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে তাকে। আর রাত্রিযাপন করবেন মসজিদে।

সাইকেল চালিয়ে হজ করার জন্য প্রয়োজনীয় অফিস আদেশ ও ভিসা-পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

তিনি সুস্থভাবে পৌঁছে তার মনোবাসনা পূরণসহ পবিত্র হজব্রত আদায় করতে পারেন। এজন্য জন্য তিনি তার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।