ভারত সরকার জানিয়ে দিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারত দলকে পাকিস্তানে যেতে দেবে না তারা। এই পরিস্থিতি আইসিসি টুর্নামেন্ট অন্য কোথাও সরিয়ে নেওয়ার চিন্তা করছে।
ওদিকে পাকিস্তানও কিছুটা ‘হুমকি’র সুরে জানিয়েছে, এমন কিছু হলে এই টুর্নামেন্টে অংশ নেবে না তারা। এমনকি আইসিসির পরবর্তী টুর্নামেন্টগুলোতে ভারতের বিপক্ষে খেলা থেকেও বিরত থাকবে।
তবে পাকিস্তানি এক সাংবাদিক যা করেছেন, সেটা একটু অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দৈনিক প্রেস ব্রিফিংয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত কেন যেতে চাইছে না এটা নিয়ে রীতিমতো বিচার চেয়ে বসেছেন।
গতকাল ১৪ নভেম্বর বিশ্বপরিস্থিতি নিয়ে ওয়াশিংটনে প্রেস ব্রিফিং রুমে ব্রিফিং করছিলেন প্রিন্সিপাল ডেপুটি স্পোক পারসন বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ের শেষ দিকে এক পাকিস্তানি সাংবাদিক হঠাৎ জিজ্ঞেস করেন, ‘পাকিস্তানে একটা বড় ক্রিকেট ইভেন্ট হচ্ছে।’ বিস্মিত প্যাটেল উত্তর দেন, ‘ক্রিকেট? আমি এমন কিছুর কথা জানি না। আচ্ছা বলুন।’
পাকিস্তানি সাংবাদিক বললেন, ‘ক্রিকেট বিশ্বকাপের পর সবচেয়ে বড় ইভেন্ট এটি এবং ভারতের এতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানাচ্ছে ভারত সরকার। ভারত দল সর্বশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ সালে, কিন্তু রাজনৈতিক কারণে এরপর ভারত আর সেখানে যায়নি। আপনার কি ধারণা খেলার সঙ্গে রাজনীতি মেশানো কি ঠিক? আপনার মত কী?’
সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবটা বেশ চমৎকারভাবে দিয়েছেন প্যাটেল, ‘যেহেতু এটা ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের ব্যাপার, এটা তাদেরই বলা উচিত, সেটা খেলা হোক বা অন্য যে বিষয়ই হোক। তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মন্তব্যের কাজটা ওদের ওপরই ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমাদের জড়ানো ঠিক না, তবে সন্দেহ নেই সম্পর্ক জোরদারে খেলা খুবই শক্তিশালী ভূমিকা রাখে।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |