সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্সসহ ইউটিউব ও টিকটকে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূসকে দেখা যাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি থেকে দাবি করা হয়েছে।
তবে ভিডিওতে মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে যাকে আটক হতে দেখা যায়, তিনি একজন সমকামী (লেসবিয়ান) বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানার বলছে, তাদের টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস নন। প্রকৃতপক্ষে মনিকা নামের ভিন্ন এক নারীকে ড. ইউনূসের মেয়ে দাবিতে প্রচার করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Transparency Bodycam’ নামের একটি ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যায়। সেখানে চলতি বছরের গত ২৮ আগস্ট ‘Drunk Woman Crashes her Car After a Breakup in Verona, New Jersey’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির শুরু থেকে প্রথম দিককার কিছু অংশের সঙ্গে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটক নারী ড. ইউনূসের মেয়ে নন
ইউটিউব চ্যানেলটির বিষয়ে জানা যায়, এটি পুলিশের শরীরে পরা ক্যামেরায় ধারণ করা নানা ভিডিও প্রকাশ করে থাকে। ওই ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, আটক নারী তার নাম মনিকা ইউনূস বলে জানান। পাশাপাশি তিনি জানান, তার জন্ম নিউইয়র্কে এবং তিনি একজন পুয়ের্তো রিকান। তিনি তার প্রেমিকার সঙ্গে ব্রেকআপ করে মদ পান করে আসছিলেন বলেও জানান।
ভিডিওটির বর্ণনা অংশ থেকে জানা যায়, ঘটনাটি ২০২২ সালের ১৬ এপ্রিল রাত ২টা ৩১ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ভেরোনাতে ধারণ করা এবং পরে ২০২২ সালের মে মাসে আদালত তাকে দোষী সাব্যস্ত করে জরিমানাসহ আরও কিছু পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
অন্যদিকে ড. ইউনূসের কন্যা মনিকা ইউনূসের ওয়েবসাইট থেকে জানা যায়, তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয় বরং বাংলাদেশের চট্টগ্রামে। তা ছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে চলতি বছরের জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে নাগরিক। তবে তার জন্ম বাংলাদেশে।
এ ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মনিকা ইউনূস আটক হওয়ার বিষয়ে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে জানায় রিউমার স্ক্যানার।
সুূুত্রঃ কালবেলা
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |