দেশজুড়ে: সম্প্রতি ঢাকার কনসার্ট মাতিয়েছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। তার অনেক কনসার্টের অনেক ভিডিও ও ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কারণ। তবে সম্প্রতি আতিফ আসলামের সঙ্গে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের একটি ছবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে আতিফ আসলামের কনসার্টে এসেছিলেন। মূলত দেশের একটি সংবাদমাধ্যমের লোগো দেয়া ফটোকার্ডে ভাইরাল হয় এই বিষয়টি।
গত ৩০ নভেম্বর মীর তারেক নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। সেই সঙ্গে ক্যাপশনে লেখা থাকে, জীবনের ঝুঁকি নিয়ে আতিফ আসলামের কনসার্টে এসেছিলেন সাদ্দাম ও ইনান। ফটোকার্ডটিতে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন ও শেখ ইনানকে ছবি তোলার জন্য পোজ দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে এরপরই ব্যাপক আলোচনা হয় নেট দুনিয়ায়।
রোববার (৮ ডিসেম্বর) ফেসবুকের ফ্যাক্ট চেক পার্টনার বুম বাংলাদেশ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, ভাইরাল ফটোকার্ডটি কোনো সংবাদমাধ্যমের নয়। এছাড়া ছবিটি অন্তত ৯ মাস আগে ধারণ করা হয়েছিল। এবং এই বিষয়ে কোনো সংবাদও পাওয়া যায়নি ওয়েবসাইটে। তবে, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে একটি বেসরকারি সম্প্রচার মাধ্যমের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এ বছরের ২০ এপ্রিল “ঢাকা মাতালেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম | Atif Aslam | Saddam | Enan | Dhaka |” শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। ক্যাপশন করা একটি ফেসবুক পোস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। যা থেকে স্পষ্ট হয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সাথে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন ও শেখ ইনানের ছবিসহ কোনো ফটোকার্ড সম্প্রতি প্রচার হয়নি।
এছাড়াও, পোস্টে সংযুক্ত ছবিটিও সাম্প্রতিক নয় বরং প্রায় ৯ মাস আগের। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। সুতরাং ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ভিত্তিহীন তথ্য পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।
সূত্র : Channel 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |