প্রচ্ছদ অপরাধ পুলিশের সঙ্গে চা দোকানি রফিকুলের ধস্তাধস্তি, এরপর যা ঘটলো

পুলিশের সঙ্গে চা দোকানি রফিকুলের ধস্তাধস্তি, এরপর যা ঘটলো

অপরাধ: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের অভিযানের সময় রফিকুল ইসলাম দুদু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। অবরুদ্ধ করে রাখে পুলিশের এসআই সালাউদ্দিনসহ তিন পুলিশ সদস্যকে। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর ৪ নং জিকে ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ভেড়ামারা থানার এসআই সালাউদ্দিনের নেতৃত্বে সাদা পোশাকে ছয় পুলিশ সদস্য চন্ডিপুর জিকে ব্রিজ সংলগ্ন এলাকায় যান। এ সময় চন্ডিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় চায়ের দোকানি রফিকুল ইসলাম দুদুকে ডাকেন তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে চায়ের দোকানি রফিকুলের ধস্তাধস্তি হয়। এ সময় তিনি পুলিশের হাত থেকে বাঁচতে লাফ দেন জিকে ক্যানেলে। এসময় কয়েকজন পুলিশও তার ওপর লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় রফিকুলকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে ছয় পুলিশ সদস্যের তিনজন পালিয়ে গেলেও তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। পরে বিজিবি সদস্যরা গিয়ে অবরুদ্ধ তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে।

নিহত রফিকুল ইসলাম চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের ছোট ভাই।

সাইফুদ্দিন নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাত আনুমানিক সাতটার দিকে ভেড়ামারা থানার ৬ পুলিশ সদস্য সাদা পোশাকে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসেন। এ সময় ওই পুলিশ সদস্যদের সঙ্গে চায়ের দোকানি রফিকুল ইসলাম দুদুর বাকবিতণ্ডা হয়। শুরু হয় ধস্তাধস্তিও। এক পর্যায়ে জিকে খালে লাভ দেন রফিকুল। কয়েকজন পুলিশ সদস্যও লাফ দেন রফিকুলের শরীরের উপর। এতে গুরুতর আহত হন রফিকুল। পরে হাসপাতালে নেয়ার পথে রফিকুলের ‍মৃত্যু হয়।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তপন জানান, শুনেছি কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে মাদকবিরোধী অভিযানে আসেন। অভিযানের সময় চায়ের দোকানি রফিকুল ইসলাম দুদু মারা যান। এ ঘটনায় পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। চড়াও হন অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদের উপর। এ সময় তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে তারা।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ভেড়ামারায় একজন চায়ের দোকানি মারা গেছেন বলে জেনেছি। কীভাবে মারা গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।