প্রচ্ছদ জাতীয় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, জানা গেল আসল কারণ

সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, জানা গেল আসল কারণ

ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শামা ওবায়েদ সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে বুধবার (১৮ ডিসেম্বর) এই মিছিল করা হয়।

এদিন বিএনপি নেতাকর্মীরা নগরকান্দা বাজার থেকে একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতা-কর্মীরা। এসময় শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারে প্রকাশ্যে ইলিয়াসকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় বিএনপি নেতা-কর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ।

সূত্র : চ্যানেল২৪

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।