প্রচ্ছদ হেড লাইন মাঝ আকাশে ককপিটের জানালায় ফাটল, অতঃপর…

মাঝ আকাশে ককপিটের জানালায় ফাটল, অতঃপর…

হেড লাইন : একটি আন্তঃদেশীয় ফ্লাইট ৫৯ জন যাত্রী ও ছয় ক্রু নিয়ে জাপানের তোয়ামা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। সবকিছু ছিল ঠিকঠাক, তবে মাঝ আকাশে গিয়ে দেখা গেল বিপত্তি। নিপ্পন এয়ারওয়েজের ওই বিমানের ককপিটের জানালায় একটি ফাটল দেখা দেয়। পরে বিমানটি ছেড়ে যাওয়া বিমানবন্দরেই দ্রুত অবতরণ করা হয়।

শনিবার (১৩ জানুয়ারি) জাপানে ঘটে যাওয়া এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এয়ারলাইনের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, অল নিপ্পন এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বোয়িং ৭৩৭-৮০০ বিমানের মিডএয়ারের ককপিটের জানালায় একটি ফাটল পাওয়া যায়। পরে সেটি ছেড়ে যাওয়া বিমানবন্দরে ফিরে আসে।

জানা গেছে, ফ্লাইট ১১৮২ তোয়ামা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু ককপিটের চারপাশের জানালার চারটি স্তরের বাইরের অংশে ফাটল পাওয়া যাওয়ার পরে সাপ্পোরো-নিউ চিটোস বিমানবন্দরে ফিরে আসে। এয়ারলাইনের মুখপাত্র জানান, ৫৯ জন যাত্রী ও ছয় ক্রুর সবাই নিরাপদে আছেন।

বিমানটি বোয়িং-এর ৭৩৭ ম্যাক্স ৯ বিমানগুলোর অংশ না জানিয়ে সংস্থাটি বলেছে, ‘ফাটলটি এমন কিছু ছিল না, যা ফ্লাইটের নিয়ন্ত্রণ বা চাপকে প্রভাবিত করে’। এদিকে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক শুক্রবার নতুন নিরাপত্তা পরীক্ষার জন্য বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের অনির্দিষ্টকালের জন্য উড্ডায়ন নিষিদ্ধ করেছে। পাশাপাশি ঘোষণা করেছে, এই সমস্যা সমাধানের বোয়িংয়ের নিজেদেরই তদারকি বাড়াতে হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।