প্রচ্ছদ বিনোদন বাসর রাতেই অস্বাভাবিক আবদার, নববধূর কাণ্ডে থানা পর্যন্ত গড়ালো ঘটনা

বাসর রাতেই অস্বাভাবিক আবদার, নববধূর কাণ্ডে থানা পর্যন্ত গড়ালো ঘটনা

বাসর রাতে বিয়ার, গাঁজা এবং খাসির মাংস খেতে চেয়েছিলেন স্ত্রী। ভড়কে গিয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। পুলিশের কাছে অদ্ভুত এক দাবিও করলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারনপুরে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুলশয্যার রাতে ‘মুখ দেখা’ অনুষ্ঠানের সময় শ্বশুরবাড়ির লোকজনকে হতবাক করে দিয়ে তাঁদের কাছে মদ, গাঁজা এবং মাংসের দাবি করে বসেন কনে। প্রথমে তিনি তাঁর স্বামীকে একটা বিয়ার এনে দিতে বলেন। বিয়ার এনে দেওয়ার পর গাঁজা এবং খাসির মাংসের আবদার করলেই সন্দিহান হয়ে পড়েন শ্বশুরবাড়ির সদস্যেরা। নববধূর আবদারে আমল না দিয়ে ফুলশয্যার রাতেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পাশাপাশি থানায় গিয়ে এক অদ্ভুত দাবিও করেন।

পাত্রপক্ষের দাবি, নববধূ মহিলা নন, বরং তিনি তৃতীয় লিঙ্গের মানুষ। তবে পাত্রীপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও কোনও পক্ষই বিষয়টি নিয়ে মামলা দায়ের করেননি। দু’পক্ষের দাবি শুনে পুলিশ তাঁদের পারিবারিক বিষয় বাড়িতে মিটমাট করার পরামর্শ দেয়। এর পর উভয়পক্ষই থানা থেকে চলে যান বলে খবর।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।