
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখানে তিনি ‘লন্ডন ক্লিনিক’–এ ভর্তি হবেন।
মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
তাকে বিদায় জানাতে গিয়ে নেতাকর্মীরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন, সেজন্য সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে জানানো হয়, ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।
তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়েল কাতার আমারি ‘ইয়ার অ্যাম্বুলেন্সে’ করে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন।
এ বিষয়ে সব নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করা যাচ্ছে।