বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন উল্লেখ করে ভারতের সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার বলেছেন, শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে দেওয়া উচিত। সেটা জীবনের শেষদিন পর্যন্তও হতে পারে। তাকে থাকতে দেওয়া উচিত।
রবিবার (১২ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, ১৬তম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আইয়ার এসব কথা বলেন।
বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে দাবি বাংলাদেশ জানিয়েছে, সে বিষয়ে এক প্রশ্নে ভারতের সাবেক এই মন্ত্রী বলেছেন, আমার মনে হয়, আমরা সবাই একমত হব যে, শেখ হাসিনা আমাদের জন্য অনেক করেছেন। তাকে আশ্রয় দেওয়া হয়েছে, তাতে আমি খুশি। যত দিন তিনি থাকতে চান, সেটা যদি তার বাকি জীবনও হয়, তাকে সেই আতিথ্য আমাদের দেওয়া উচিত।
এ সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন বলে আনন্দ প্রকাশ করেন মণি শংকর আইয়ার। তিনি বলেন, এই আলোচনা ধারাবাহিক হওয়া উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দিল্লির মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা উচিত।
কংগ্রেস নেতা বলেন, এটা সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, তবে যেভাবে প্রচার হচ্ছে সেভাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই হাসিনার সমর্থকদের উপর আক্রমণ হচ্ছে।
৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণ-বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে তার ১৬ বছরের শাসনের পতন ঘটে। তখন থেকে ৭৭ বছর বয়সী শেখ হাসিনা ভারতে বসবাস করছেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |