সারাদেশ: চট্টগ্রামের সীতাকুণ্ডে নুর মোস্তফা নামে একজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এরপর তার ছেলেকেও হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গত রোববার সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিন একই উপজেলার পৃথক স্থানে আরও দুজন খুন হয়েছেন। স্থানীয়রা জানান, তৌহিদ সীতাকুণ্ডে মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। তার এসব কাজে বাধা দিতেন গ্রাম্য সরদার নুর মোস্তফা। তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। তৌহিদের কাজে বাধা দেওয়ায় এর আগেও বেশ কয়েকবার নুরের ওপর হামলা করেছে সে। সবশেষ রোববার সন্ধ্যায় বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগরে নুরকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে তৌহিদ বাহিনী।
নিহতের ছেলে তৌসিফ অভিযোগ করেন, ‘আমার বাবা খুন হওয়ার আধঘণ্টা পর আমার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। রিসিভ করার সঙ্গে সঙ্গে বলে উঠে—তোর বাপরে খাইছি, এইবার তোরে খামু। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’এদিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় ইমন নামে এক কিশোরকে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তার সহপাঠীরা কুপিয়ে হত্যা করেছে। সে ওই এলাকার মো. সবুজের ছেলে। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো সুজন, ফারুক ও মুন্না। এই তিন কিশোর জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার বাসিন্দা।
এদিন রাত সাড়ে ৯টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় মো. আলমগীর নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। দোকান থেকে বাড়ি ফেরার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। তার বাড়ি একই ইউনিয়নের গামারিতল এলাকায়। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে ব্যবসা শুরু করেছেন। আলমগীর তিন মাস আগে বিয়ে করেছেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, নুর মোস্তফাকে হত্যার ঘটনায় সন্ত্রাসী তৌহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে ১৮টির বেশি মামলা আছে। সোনাইছড়ি ইউনিয়নের খুনের ঘটনাটি একেবারে ক্লুলেস। আশা করি, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে। আর সলিমপুর ইউনিয়নে কিশোর হত্যার ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এখন আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |