প্রচ্ছদ দেশজুড়ে না ফেরার দেশে জামায়াতের সাবেক আমির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

না ফেরার দেশে জামায়াতের সাবেক আমির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বাংলাদেশ জামায়াতে ইসলামি ফেনী জেলার সাবেক আমির মাওলানা এ জি এম বদরুদ্দোজা (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটে ফেনী শহরে মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

মরহুম বদরুদ্দোজা জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম মকবুল আহমেদ আনসারীর বড় ছেলে ও পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরহুম বদরুদ্দোজা ১৯৮৪-১৯৯১ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীরের দায়িত্ব পালন করেছিলেন।

বেলা ২টার সময় ফেনী শহরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও নিজ এলাকার সিলোনিয়া হাইস্কুল মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।