
হেড লাইন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ৬০ জন যাত্রীবাহী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়ে উড়োজাহাজটি নদীতে বিধ্বস্ত হয়েছে।
আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়ে ৩৩-এর কাছে যাওয়ার সময় এটি ঘটে। ওয়াশিংটন ডিসির মধ্য দিয়ে বয়ে যাওয়া পোটোম্যাক নদীতে উড়োজাহাজটিত বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের তথ্য এখনও জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন এবং সামরিক হেলিকপ্টারটিতে ৩ জন মার্কিন সেনা ছিলেন। এই ঘটনায় বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জরুরি উদ্ধারকারীদের কাজের জন্য ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।
সূত্র: Channel i