হেড লাইন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একই ঘরে পৃথক ওড়নায় ঝুলে পরকীয়া প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রহনপুর পৌর খয়রাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আড়াগাড়াহাট এলাকার মোশারফ হোসেনের ছেলে আব্দুর রাকিব (৩০) ও খয়রাবাদ মহল্লার মালয়েশিয়া প্রবাসী সান মোহম্মদ সনুর স্ত্রী শামসুন্নাহার টুশি (২৫)। প্রেমিকা টুশি স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটায়। প্রেমিক রাকিব টুশির স্বামীর বন্ধু।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রেমিকা টুশির সঙ্গে তার বাড়িতে দেখা করতে আসার পর প্রেমিক-প্রেমিকা যুগলকে কেউ দেখে ফেললে তারা ঘরের দরজা ভেতর থেকে আটকে দেয়। আধাপাকা বাড়ির আড়ার সঙ্গে পৃথক দুটি ওড়নায় ফাঁস দিয়ে ঘটনাটি ঘটায় বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়িতে টুশির শ্বশুর-শাশুড়িও বসবাস করেন।
ঘরের দরজা বন্ধ পেয়ে তারা ডাকাডাকি করলে কেউ দরজা না খুললে প্রতিবেশিদের খবর দেন। প্রতিবেশিরা ঘরের জানালা দিয়ে যুগলকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাত ১০টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দুটি উদ্ধার করে।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার বলেন, টুশির ৭ বছর বয়সের দুটি যমজ ছেলে রয়েছে। অপরদিকে রাকিবের স্ত্রী ও একটি মেয়ে রয়েছে। রাকিব টুশির স্বামীর বন্ধু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সূত্র: kalerkantho
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |