দেশজুড়ে : টাঙ্গাইলের কালিহাতীতে ফারিয়া (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারিয়া ওই এলাকার আ. রশিদের ছেলে প্রবাসী ফরহাদের স্ত্রী ও বাঘেরহাট জেলার চিতলমারি উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল শেখের মেয়ে। তবে নিহতের পরিবারের দাবি, ফারিয়াকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার শ্বশুর বাড়ির লোকজন।।
এদিকে নিহতের শ্বশুর আ. রশিদ জানান, সন্ধ্যার পরে দীর্ঘক্ষণ তার রুমের দরজা বন্ধ পেয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। কিন্তু ভেতর থেকে কোন আওয়াজ না আসায় দরজা বাহির থেকে খোলা হয়। এ সময় আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফারিয়ার চাচি সখিনা জানায়, ফারিয়া ও ফরহাদের মধ্যে প্রেমের সর্ম্পক ছিলো। দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক থাকায় দুই বছর আগে পারিবারিকভাবে ওদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে সমস্যা হচ্ছিল। তার শাশুড়ি তাকে বিভিন্ন সময় গালমন্দ করতো। তারা আমাদের মেয়েকে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।
নিহতের চাচাতো ভাই মো. ইমরুল শেখ জানায়, ফারিয়াকে তার শাশুড়ি অনেক নির্যাতন করেছে। ওকে উনারা তাদের ছেলের বউ হিসেবে রাখতে চায়নি। আমার বোন ওর স্বামীর সাথে একসঙ্গে থাকতে চেয়েছে এবং আমার বোন এই ঘটনার আগে আমার খালামনিকে ফোন দিয়ে জানিয়েছে ওরা আমাকে মেরে ফেলবে। তারপর সন্ধ্যায় তার মৃত্যুর খবর শুনতে পাই।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ফারুক জানায়, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কি না সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে। মেয়ের ভাই রুমি রায়হান বাদী হয়ে মামলা করেছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |