প্রচ্ছদ রাজনীতি কথা রাখলেন ব্যারিস্টার সুমন

কথা রাখলেন ব্যারিস্টার সুমন

রাজনীতি: হবিগঞ্জ-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ছিল বিজয়ী হয়েই স্থানীয় নদী পরিষ্কার করবেন তিনি। সংসদ সদস্য হিসেবে এক মাস না যেতেই সে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন তিনি। শুক্রবার (১৯ জানুয়ারি) সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে নিজে উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে চুনারুঘাট পৌরসভার মরানদীতে পরিষ্কারের কাজ চালাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, এলাকাবাসী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ‘বিডি ক্লিনের’ সদস্যরা ওই কাজটিতে অংশ নিয়েছেন।

এর আগের দিন ওই সংসদ সদস্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন। চুনারুঘাটের পৌর মেয়র মো. সাইফুল আলমকে ওই নদী পুনরুদ্ধারের কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। ব্যারিস্টার সুমন বলেন, প্রথমে চুনারুঘাটের মরা নদীকে উদ্ধার করব। তারপর আমার আসনের মাধবপুরে সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করব।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।