প্রচ্ছদ হেড লাইন সারজিস দম্পতির সম্পাদিত ছবিটি নিয়ে যা জানা গেল

সারজিস দম্পতির সম্পাদিত ছবিটি নিয়ে যা জানা গেল

এক সপ্তাহ আগে শুক্রবার (৩১ জানুয়ারি) বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বহুল আলোচিত সারজিস আলম। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে সারজিস আলমের পাশে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিত এক নারীর ছবি সংযুক্ত করে দাবি করা হচ্ছে, ছবিটি সারজিস দম্পতির। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার-এর অনুসন্ধানে জানা গেছে, বিটিভি ভবনের সামনে সারজিস দম্পত্তির ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত (এডিটেড)।

প্রতিষ্ঠানটির অনুসন্ধানে জানা যায়, বিটিভি ভবনের সামনে সারজিস দম্পত্তির ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং সারজিস আলমের একটি ছবির সঙ্গে অজ্ঞাত এক নারীর ছবি সংযুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে তার একটি ছবি খুঁজে পাওয়া যায়। সেই ছবির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তর সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। তবে ছবিতে সারজিস আলমের পাশে কোন নারীর উপস্থিতি ছিল না। অর্থাৎ, সারজিস আলমের এই ছবিটি ডিজিটাল প্রযুক্তিকে অপব্যবহার মাধ্যমে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

পরবর্তীতে সারজিস আলমের বিয়ের ছবির বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউনে এর ওয়েবসাইটে ‘সারজিসের স্ত্রীর ছবি কেন প্রকাশ্যে আসেনি, জানা গেল কারণ’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সারজিসের স্ত্রীর নাম শারমিন আক্তার রাইতা। তিনি কুরআনের একজন হাফেজ। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে হাফেজা রাইতা সবার বড়। সবসময় তিনি পর্দা মেনে চলেন। যার কারণে তার ছবি বা পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।