প্রচ্ছদ খেলাধুলা হঠাৎ বন্ধ বিপিএলের ম্যাচ!

হঠাৎ বন্ধ বিপিএলের ম্যাচ!

খেলাধুলা: বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে হঠাৎই বন্ধ হয়ে গেল খেলা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যেকার ম্যাচে আকস্মিকভাবে নিভে যায় ফ্লাডলাইটের আলো। খেলার অষ্টম ওভার চলাকালে ঘটে এই ঘটনা। আলোক স্বল্পতার সুযোগে ডাকা হয় স্ট্র্যাটেজিক টাইমআউট। ওই বিরতি শেষ হলেও অবশ্য ফ্লাডলাইটের আলো জ্বলতে দেখা যায়নি। ফ্লাডলাইট নিভে যাওয়ার প্রাথমিক কারণ এখন পর্যন্ত অজানা। এরইমাঝে স্টেডিয়ামে চলছে শিশিরে ভেজা মাঠ শুকানোর কার্যক্রম। পরবর্তীতে ১২ মিনিট বন্ধ থাকার পর শুরু হয়েছে ম্যাচটি।

খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত অবশ্য ভালো শুরুই পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। মোহাম্মদ মিঠুনকে আজ ওপেনিং পজিশনে পাঠানো হয়েছে। সেই টোটকা কাজেও দিয়েছে সিলেটের জন্য। বিনা উইকেটে ৬০ রান স্কোরবোর্ডে জমা করেছে গতবারের রানারআপরা। মিঠুন অপরাজিত আছেন ২৬ রানে। অপর ওপেনার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৩১ রান।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে সংশয় থাকলেও, তার নেতৃত্বেই এবারের দশম আসরে নেমেছে সিলেট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে তারা ব্যাটিং করছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : শুভাগত হোম (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার। সিলেট স্ট্রাইকার্স একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, হ্যারি টেক্টর, বেনি হাওয়েল, বেন কাটিং, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম অপু ও রিচার্ড এনগারাবা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।