প্রচ্ছদ জাতীয় জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা বার্তার বিষয়ে নিশ্চিত নন ওবায়দুল কাদের

জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা বার্তার বিষয়ে নিশ্চিত নন ওবায়দুল কাদের

টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এমন খবর ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। এই প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা বার্তার বিষয়ে তিনি নিশ্চিত নন।

তিনি আরও বলেন এই চিঠির বিষয়ে তিনি গণমাধ্যমে শুনেছেন। তবে এ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়নি বলে জানান তিনি। বলেন, গণমাধ্যম যেহেতু এটি নয়ে সংবাদ প্রকাশ করেছে, তাই শেখ হাসিনাকে জানানো জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা বার্তা মিথ্যে হবার কথা নয়।

শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রেরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্ণানেরের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মেট্রোরেল প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন ওবায়দুল কাদের।

উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিত অংশের কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি। ইজতেমা, বইমেলার কথা বিবেচনা করে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানোর চিন্তা চলছে বলেও জানান কাদের।

সারাদেশে তীব্র গ্যাস সংকট কোনো টেকনিক্যাল ত্রুটির জন্য হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।