
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার শুনানীর দেড় ঘন্টা আগেই এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে। এই বিডিআর সদস্যের নাম মো, এনামুল হক, বাড়ি টাঙ্গাইল জেলায়। সে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিডিআর বিদ্রোহ মামলার বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে জামিন না পাওয়া বিডিয়ার সদস্যদের জামিন শুনানি শুরু হয়। এসময় আসাদ উল্লাহ (অবসরপ্রাপ্ত মেজর) নামে এক বিডিআর সদস্যের সাক্ষীর শুনানি শেষে তাকে জেরা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিডিআর বিদ্রোহ মামলার আসামিপক্ষের আইনজীবীরা। গত ১৯শে জানুয়ারি ঢাকা কেন্দ্র কারাগারের এই অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিস্ফোরক দ্রব্য আইনে মামলার শুনানি শেষে আড়াই শতাধিক বিডিআর সদস্যদের জামিন দেয় অস্থায়ী আদালতের বিচারক মোঃ ইব্রাহিম মিয়া।
জামিন পাওয়া আড়াই শতাধিক সদস্যদের মধ্যে কাশিমপুর ও কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৬৮ জন সদস্য মুক্তি লাভ করে।জামিন না পাওয়া আসামিদের মামলার সাক্ষীদের জেরা কার্যক্রম চলছে।
সুত্রঃ বাংলাভিশন