
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কলোনির ১৪টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। শুরুতে দুটি ইউনিট পাঠানো হলেও আগুনের ভয়াবহতা দেখে আরও একটি ইউনিট যুক্ত করা হয়। আমাদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, যার ফলে কলোনির পাশের একটি কারখানা রক্ষা করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, আগুনে ১৪টি ঘর পুড়ে গেছে, যার মধ্যে একটিতে মোটরসাইকেলের পার্টস ও আরেকটিতে মবিল ও লুব্রিকেন্ট জাতীয় দাহ্য পদার্থ মজুদ ছিল। এসব দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ঘরগুলোর বেশির ভাগই গার্মেন্টস শ্রমিকদের ছিল, যারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা আরও জানায়, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।