জাতীয়: বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংকট নিরসন করে অতিদ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মহানগরী জামায়াত।।
শনিবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম মহনগরী আমীর মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, ‘জুমাবার দিবাগত রাত থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ছুটির দিনে এমন বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। গ্যাস নেই ৬৮টি সিএনজি রিফুয়েলিং স্টেশনেও। এছাড়া চট্টগ্রামে ইস্পাত, সিমেন্ট, শিপ ব্রেকিং, ঢেউটিন, গার্মেন্টসের মতো শিল্প খাতে কয়েক হাজার বাণিজ্যিক এবং ৬ লাখেরও বেশি আবাসিক গ্রাহকের সংযোগ গ্যাসবিচ্ছিন্ন। গ্যাস সরবরাহ না হওয়ার কারণে শিল্পখাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। রাস্তায় চলাচল করতে পারছে না সিএনজিচালিত যানবাহন।
এছাড়া বাসাবাড়ি, রেস্তোরাঁ এবং খাবারের দোকানগুলোতে গ্যাসের অভাবে রান্না করা যাচ্ছে না। এমতাবস্থায় শুক্রবার সকাল থেকে খাবার হোটেলগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ খাবার সংগ্রহ করছে। এই সংকটের মধ্যেও কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে খাবার ও সিলিন্ডার গ্যাস বিক্রি করারও অভিযোগ রয়েছে। গ্যাস সংকটে রাস্তায় যানবাহন চলাচল সীমিত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অফিস আদালতগামী যাত্রীরা। একই সাথে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সঠিক সময়ে পৌঁছতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানে।
যানবাহনের অভাবে অনেক রোগী চিকিৎসা সেবা নিতে নগরীতে আসতে পারেনি উপজেলা পর্যায়ের অনেক রোগী। কিন্তু এমন দুর্ভোগে কোন সরকারি সেবা সংস্থা নগরবাসীর প্রয়োজনে এগিয়ে আসেনি। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।
সিএনজি ফিলিং স্টেশনগুলো গ্যাসের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধের কথা বলা হলেও এই ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের কোন দায়িত্ব অবহেলা আছে কি না সেটা খতিয়ে দেখার দাবি জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |