প্রচ্ছদ জাতীয় কখনোই শিবির করিনি, উপদেষ্টার আত্মীয় না : জারা

কখনোই শিবির করিনি, উপদেষ্টার আত্মীয় না : জারা

সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা নিজেকে নিয়ে প্রচার হওয়া বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বর্তমান সরকারের একজন উপদেষ্টার স্বজন, ছাত্রশিবিরসহ অন্য রাজনৈতিক দলে সম্পৃক্ত ছিলেন এমন প্রচারণাও আছে। সেসব নিয়ে কথা বলেছেন তরুণ এই চিকিৎসক ও রাজনীতিক।

সোমবার (১৭ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট দেন তিনি।

তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্যগুলো হলো:

১। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচী বা চাচাতো বোন নয়।

২। আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না।

৩। পাইলস, যৌন রোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

ডা. তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল (ডিসটিঙ্কশন) অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন।
এ ছাড়া যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন তিনি।

ডা. তাসনিম জারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিক্যাল শিক্ষার্থীদের পড়ান।

বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক প্লাটফর্মে বড় পদে তার যাওয়া নিয়ে আলাপ আলোচনা চলছে বলে জানা গেছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।