প্রচ্ছদ জাতীয় একটি দলকে নিবন্ধন দিতে সিইসিকে অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা

একটি দলকে নিবন্ধন দিতে সিইসিকে অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা

ছোট ছোট দলও নিবন্ধন পেয়েছে, ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ কেন নিবন্ধন পাবে না এমন প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এই দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ‘বাহাদুরপুর মাদ্রাসার ৮০ তম বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকরা শ্রমিকদের ওপর অত্যাচার করতো। তাদের কাছ থেকে কম দামে সবকিছু কিনে নিতো। কৃষকদের জুলুম করতো। জোর করে কাজ করাইতো। কৃষকরা তাদের নায্য মজুরিও পেত না। তার প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরিয়তুল্লাহ এর প্রতিবাদ করেছেন।’

আগামীতে বইপুস্তকে হাজী শরিয়তুল্লার জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরা হবে বলেও জানান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশীন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা-উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।