প্রচ্ছদ আবহাওয়া ৩ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, শিলাবৃষ্টি নিয়ে নতুন তথ্য

৩ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, শিলাবৃষ্টি নিয়ে নতুন তথ্য

ফাল্গুনের বৃষ্টিতে নতুন রূপে সাজছে প্রকৃতি। সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। টানা বৃষ্টিপাতের মধ্যেই এবার দেশের ৩ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। সেই সঙ্গে ৮ জেলায় ঝরতে পারে বৃষ্টি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। পোস্টে আবহাওয়াবিদ পলাশ জানান, ‘শনিবার (২২ ফেব্রুয়ারি) আবারও ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১০টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।’

ফেসবুকে দেয়া ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘বৃষ্টি প্রথমে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলে শুরু হয়ে তা দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগে প্রবেশ করে বরিশাল বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। আগামীকালও (শনিবার) তীব্র বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া জেলার উপরে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।’

অন্যদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা জেলার উপরে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে জানিয়ে পোস্টে আবহাওয়াবিদ পলাশ আরও লিখেছেন, ‘বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর জেলার উপরেও হালকা পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।