
ঘোষণার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ফরিদপুরের ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ শাখা ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার (১ মার্চ) রাত ৯টায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. আবিদ শিকদারকে সভাপতি ও আরাফাত মুন্সীকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। ২৫ সদস্যবিশিষ্ট কমিটিতে আরও ছিলেন একজন সিনিয়র সহসভাপতি, সাতজন সহসভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছয়জন যুগ্ম সাধারণ সম্পাদক।
তবে রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি স্থগিতের ঘোষণা আসে। নির্দেশনায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
ভাঙ্গা উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবিদ শিকদার ও আরাফাত মুন্সী। ভোটগ্রহণে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানজিদ ফেরদৌস বলেন, “কেন্দ্র ঘোষিত কমিটি দ্রুতই স্থগিত করা হয়েছে, তবে কারণ জানা নেই।”
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |