প্রচ্ছদ ধর্ম দোয়া কুনুত ছাড়া বিতর নামাজ পড়া যাবে কি?

দোয়া কুনুত ছাড়া বিতর নামাজ পড়া যাবে কি?

দোয়া কুনুত ছাড়া বিতর নামাজ পড়া যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে শায়খ আহমদুল্লাহ এ প্রশ্নোত্তর অনুষ্ঠানে জানান,দোয়া কুনুত বিতরের জন্য ওয়াজিব।

অনেক ওলামায়ে কেরামে এটিকে সুন্নাহ বলেছেন। স্বাভাবিক অবস্থায় বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়ায়ে কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়।

তবে কেউ নওমুসলিম হলে তার জন্য দোয়ায়ে কুনুত ছাড়া নামাজ পড়া জায়েজ আছে।বিকল্প হিসেবে ওই জায়গায় অন্য কোনো দোয়া পড়তে পারবে।তবে এটাকে নিয়ম বানিয়ে ফেলা উচিত নয়।

সূত্র: জনকণ্ঠ

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।