প্রচ্ছদ জাতীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমাতে হবে: মাহমুদুর রহমান

জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমাতে হবে: মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জিয়াউর রহমানের সময়কার স্মৃতি মনে করে বলেন, আমরা ক্যান্টনমেন্টের দিকে এই স্লোগান দিয়ে মিছিল করেছিলাম “জেনারেল জিয়া জিন্দাবাদ, সেনাবাহিনী জনগণ ভাই ভাই”।

আমার আজও মনে পড়ে সেই দিন সেনাবাহিনীকে নিয়ে আমরা কত গর্ববোধ করেছিলাম। কারণ আমরা জানতাম ৭ নভেম্বর সেই দিন সেনাবাহিনী আমাদেরকে ভারতীয় আগ্রাসনের হাত থেকে রক্ষা করেছেন।

৯০ সালে যখন আবারও জনগণ বিপদের মধ্যে পড়ল তখন তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদকে জানিয়ে দিয়েছিলেন যে সেনাবাহিনী তার সাথে নেই। এভাবে যুগের পর যুগ সেনাবাহিনী জনগণের সাথে থেকেছেন। সেই সেনাবাহিনীকে নিয়ে আমাদের এখন আলোচনা করতে হচ্ছে আমাদের এটি ভালো লাগেনা। জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমাতে হবে।

এভাবে যুগের পর যুগ, সেনাবাহিনী জনগণের পাশে থেকেছেন, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেনাবাহিনী সবসময় জনগণের স্বার্থে কাজ করেছে,

যাতে দেশের পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকে। মাহমুদুর রহমানের স্মৃতিচারণ আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে, যেখানে সেনাবাহিনী ও জনগণের সম্পর্ক ছিল একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সহযোগিতামূলক।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।