প্রচ্ছদ দেশজুড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ইস্যুতে যা বললেন জিএম কাদের

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ইস্যুতে যা বললেন জিএম কাদের

দেশজুড়ে: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ফ্যাসিবাদি শেখ হাসিনা যেভাবে আমাকেসহ জাতীয় পার্টিকে ব্লাক মেইলিং করেছিল, ঠিক সেভাবেই আমার মুখ বন্ধ করার জন্য দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে এখনকার নব্য ফাসিবাদরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রংপুর মহানগরীর স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় জাপা চেয়ারম্যান বলেন, পুলিশ নষ্ট হয়ে গেছে। এখন সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাহলে দেশের নিরাপত্তা কে দিবে। এ সময় তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষেও মতামত তুলে ধরেন। এ সময় প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন। এর আগে দুইদিনের সফরে রংপুরে এসে বাবা-মায়ের কবর জিয়ারত করেন জিএম কাদের।